
ভারতের কলকাতার পার্ক সার্কাসের একটি রেস্টুরেন্টে কিউআর কোড ব্যবহার করে অভিনব চুরির ঘটনা ঘটেছে। প্রতারণার মাধ্যমে রেস্টুরেন্টের দুই কর্মী প্রায় ১ লাখ টাকা আত্মসাৎ করেছে। এ ঘটনায় অভিযুক্ত ক্যাশিয়ার শেখ গোলাম নবি আজাদ ও পরিচারক প্রসেনজিৎ মাইতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তে জানা গেছে, এই দুই কর্মী মূলত অনলাইন পেমেন্টকারী গ্রাহকদের টার্গেট করত। ক্রেতারা খাবারের বিল পরিশোধের জন্য কিউআর কোড স্ক্যান করলে, সেই টাকা রেস্টুরেন্টের অফিসিয়াল অ্যাকাউন্টে না গিয়ে ক্যাশিয়ারের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা পড়ত।
প্রসেনজিৎ গ্রাহকদের থেকে বিল সংগ্রহ করত এবং অনলাইন পেমেন্টের অনুরোধ পেলে ক্যাশিয়ারের কাছে নিয়ে যেত। এরপর ক্যাশিয়ার গোলাম নবি নিজের ব্যক্তিগত কিউআর কোড দিয়ে পেমেন্ট নেওয়ার কৌশল অবলম্বন করত। এভাবে কয়েক মাস ধরে তারা লক্ষাধিক টাকা আত্মসাৎ করে।
সম্প্রতি আর্থিক বছরের শেষের হিসাব মেলানোর সময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ আয়ের হিসাবে বড় ধরনের গরমিল লক্ষ্য করে। সন্দেহ হওয়ায় ক্যাশিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে অপরাধ স্বীকার করে নেয়। বর্তমানে পুলিশ এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে।