১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : নাহিদ

শেয়ার করুন

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, নতুন রাজনৈতিক দল গঠন এবং উপদেষ্টার পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি বলেন, ‘‘এমন কোনো সিদ্ধান্ত নিলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘সরকারে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দল গঠন করব না, কিংবা কোনো রাজনৈতিক দলে যোগ দেব না।’’

একটি জাতীয় দৈনিকের বরাতে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে খবর ছড়ায় যে, ‘‘আগামী ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যে শিক্ষার্থীরা একটি নতুন দল গঠন করছেন, এবং ওই দলের সদস্যসচিব হতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।’’

এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘‘পত্রিকায় আসা প্রতিবেদনে উৎসের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। এখনো এমন কোনো সিদ্ধান্ত হয়নি। যদি কিছু ঘটে, আমরা নিজেই জানাব।’’

তিনি আরও বলেন, ‘‘যদি রাজনৈতিক দলে যুক্ত হওয়ার বা সরকার ছাড়ার পরিস্থিতি আসে, তবে আমরা আনুষ্ঠানিকভাবে সে সম্পর্কে জানাবো। এমন কোনো সিদ্ধান্ত এখনো নেয়া হয়নি, না আমি, না ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।’’

আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘‘আওয়ামী লীগের যেসব সদস্য সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন না, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন।’’

 

শেয়ার করুন