১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

যাদের মৃত্যুর সময় ফেরেশতা সান্ত্বনা দেবেন

শেয়ার করুন

একজন মুমিনের প্রধান দায়িত্ব হল আল্লাহর ওপর ঈমান আনা এবং সেই ঈমানের ওপর দৃঢ় থাকা। নানা বিপত্তি ও প্রতিকূলতার মধ্যেও ঈমানকে আঁকড়ে ধরাই তার আসল পরিচয়

মুমিন মানে বিশ্বাসী, যিনি তাওহিদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসী। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন: ‘মুমিন তো সেই ব্যক্তি, যে আল্লাহ এবং তাঁর রাসুলের ওপর ঈমান এনেছে, তারপর তাতে কোনো সন্দেহ করেনি এবং তার জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। প্রকৃতপক্ষে, তারাই হলো সত্যনিষ্ঠ।’ (সূরা হুজরাত: ১৫)

যারা ঈমান আনবে এবং শত বাধা বিপত্তিতেও ঈমানের ওপর অটল থাকবে, তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। ফেরেশতারা তাদেরকে মৃত্যুকালে সান্ত্বনা দিয়ে বলবেন, “তোমরা ভয় পেও না, চিন্তিতও হবে না। বরং তোমরা সেই জান্নাতে প্রবেশ করবে, যা তোমাদের ওয়াদা দেওয়া হয়েছিল।”

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَ لَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاءُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِي أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ نُزُلًا مِّنْ غَفُورٍ رَحِيمٍ

“নিশ্চয় যারা বলে, আমাদের রব আল্লাহ, অতঃপর তারা দৃঢ় থাকে, তাদের কাছে ফেরেশতারা (মৃত্যু ও পুনরুত্থানের সময়) নাজিল হয়ে বলবে, ‘তোমরা ভয় পেও না, চিন্তিতও হবে না। বরং তোমরা যে জান্নাতের ওয়াদা পেয়েছো, তা পেয়েই আনন্দিত হও।’ আমরা তোমাদের পরম বন্ধু ও একান্ত সহযোগী, দুনিয়াতে ও আখিরাতে। জান্নাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং যা কিছু তোমরা চাও।” (সূরা হামীম আস-সাজদাহ, আয়াত: ৩০-৩২)

ফেরেশতাগণ মুমিনদেরকে বলবেন, ‘তোমরা জান্নাতে যা চাও, তা পাবে এবং যা চাইবে, তা সরবরাহ করা হবে।’

 

শেয়ার করুন