
দশকব্যাপী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দমন-পীড়ন অব্যাহত রয়েছে। গত এক বছরে গাজায় চালানো ধ্বংসযজ্ঞের ফলে প্রায় ৫০ হাজার নিরীহ গাজাবাসী নিহত হয়েছেন। নেতানিয়াহু প্রশাসনের এই বর্বর হত্যাযজ্ঞের কারণে বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলের অস্ত্র রপ্তানি বন্ধ করে দিয়েছে। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরব দেশ সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেই ক্ষান্ত হয়নি, বরং এবার তারা ইসরায়েলের অস্ত্র উৎপাদন খাতে বিনিয়োগ করেছে।
রয়টার্সের ২৮ জানুয়ারির প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের অস্ত্র নির্মাণ খাতে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে। ইসরায়েলের সামরিক সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান থার্ডআই সিস্টেমস জানিয়েছে যে, তারা আমিরাতের সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান এজ-এর কাছে এক কোটি ডলারে ৩০ শতাংশ শেয়ার বিক্রি করেছে। গত ১৫ মাসে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এটি ইসরায়েলের সঙ্গে আমিরাতের একটি বিরল সরকারি বিনিয়োগ।
এছাড়াও, ২৬ জানুয়ারি সোমবার ইসরায়েলি কোম্পানি থার্ডআই সিস্টেমস জানায়, এজ তাদের মালিকানাধীন একটি যৌথ উদ্যোগে অতিরিক্ত এক কোটি ২০ লাখ ডলার বিনিয়োগ করবে। তবে যৌথ উদ্যোগের তৃতীয় পক্ষের নাম প্রকাশ করা হয়নি, তবে তারা ৬ শতাংশ শেয়ার ক্রয় করেছে।
২০২১ সালে সংযুক্ত আরব আমিরাত ঘোষণা করেছিল যে, তারা ইসরায়েলের সঙ্গে আগামী এক দশকে এক লাখ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক কার্যক্রম চালাবে। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন, জ্বালানি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধির আশা প্রকাশ করা হয়।
২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, যার ফলে দুই দেশের মধ্যে ব্যাপক ব্যবসায়িক সম্পর্ক শুরু হয়।