
জনপ্রিয় মার্কিন পপ গায়িকা টেলর সুইফট প্রথমবারের মতো ভারতে পারফর্ম করতে পারেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সে দেশের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির ছেলে জিৎ আদানি এবং দিভা শাহের প্রি-ওয়েডিং পার্টির জন্য টেলর সুইফটকে পারফর্ম করার প্রস্তাব পাঠিয়েছে আদানি পরিবার।
জানা গেছে, জমকালো এই অনুষ্ঠানের পরিকল্পনায় কোনো কমতি রাখতে চায় না পরিবারটি। যদিও টেলর সুইফটের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, ধারণা করা হচ্ছে তিনি এই প্রস্তাব গ্রহণ করতে পারেন। এই গ্র্যান্ড আয়োজনের মাধ্যমেই ভারতে প্রথমবার পারফর্ম করতে দেখা যেতে পারে সুইফটকে।
তবে এ ধরনের হাই প্রোফাইল ইভেন্টে টেলর সুইফটের পারফর্ম করার প্রস্তাব এবারই প্রথম নয়। এর আগে সংযুক্ত আরব আমিরাত থেকেও তাকে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করার জন্য ৯ মিলিয়ন ডলারের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, তা পরিষ্কার নয়। এবার দেখা যাক, আদানি পরিবারের আমন্ত্রণে তিনি সাড়া দেন কিনা।