১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

আজ বিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু

শেয়ার করুন

ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হতে যাচ্ছে পিলখানা বিডিআর হত্যা মামলার বিচার। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে বিডিআর বিদ্রোহের মামলার বিচার কাজ শুরু হবে।

এ বিষয়ে বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে জানানো হয়, বিডিআর সদর দফতরে সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে করা মামলার বিচার পরিচালনার জন্য বকশীবাজার এলাকার সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনের মাঠে নির্মিত অস্থায়ী আদালত ভবনে বিচার কার্যক্রম চলছিল।

তবে, গত জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় আদালত ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরবর্তীতে ছাত্রদের বাধার কারণে বিচারের কাজ বাধাগ্রস্ত হয়। এ কারণে আদালত ভবন স্থানান্তরের বিষয়ে আলোচনা চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

এর আগে, গত অক্টোবরে পিলখানা হত্যাকাণ্ড ও বিডিআর বিদ্রোহ মামলায় বন্দি আসামিদের স্বজনরা ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন। তারা দাবি জানান, হত্যাকাণ্ডের দায় যাদের ওপর চাপানো হয়েছে, তারা মূলত নিরপরাধ। এছাড়া, তারা বলেন, বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘদিন কারাগারে আটক থাকা স্বজনদের মুক্তি দেওয়া উচিত।

 

শেয়ার করুন