১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

লিভারপুল কিনতে আগ্রহী ইলন মাস্ক, দাবি বাবার

শেয়ার করুন

লিভারপুল কিনতে আগ্রহী ইলন মাস্ক: ইঙ্গিত দিলেন তার বাবা

টেসলা, স্পেসএক্স এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক এবার ফুটবল ক্লাব লিভারপুল কিনতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন তার বাবা, এরল মাস্ক। সম্প্রতি ব্রিটিশ রেডিও শো ‘টাইমস রেডিও’-তে দেওয়া এক সাক্ষাৎকারে এরল মাস্ক বলেন, “ইলন লিভারপুল কিনতে চাইবে, অবশ্যই। যে কেউ এমন সুযোগ পেলে তা লুফে নেবে, আমিও চাইবো!”

এরল মাস্ক আরও উল্লেখ করেন, লিভারপুলের সঙ্গে তাদের পরিবারের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। ইলনের পিতামহী কোরা অ্যামেলিয়া রবিনসন লিভারপুলে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে পরে দক্ষিণ আফ্রিকায় চলে যান।

দাম বাড়ার শঙ্কা

তবে এরল মাস্ক আশঙ্কা প্রকাশ করেন যে, লিভারপুলের বর্তমান মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) ইলনের আগ্রহের কথা জানতে পারলে ক্লাবের দাম আরও বাড়িয়ে দিতে পারে।

মাস্ক ও ফুটবল ক্লাবের গুঞ্জন

এটি প্রথমবার নয় যে, ইলন মাস্ক কোনো ফুটবল ক্লাব কেনার গুঞ্জনের কেন্দ্রে রয়েছেন। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের একটি ম্যাচে পরাজয়ের পর তিনি মজার ছলে বলেছিলেন, তিনি ইউনাইটেড কিনছেন। পরবর্তীতে তিনি এ মন্তব্যকে কৌতুক বলে উড়িয়ে দিলেও জানান, যদি তিনি কোনো ক্লাব কিনতেন, তবে তার প্রথম পছন্দ হতো ম্যানচেস্টার ইউনাইটেড।

বিশ্ব ফুটবলে আলোড়ন

বর্তমানে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা লিভারপুল বিক্রির জন্য উন্মুক্ত হলে এবং ইলন মাস্ক সত্যিই আগ্রহী হন, তবে এটি বিশ্ব ফুটবলে মালিকানা পরিবর্তনের অন্যতম আলোচিত ঘটনা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে গুঞ্জন ইতোমধ্যেই ফুটবল দুনিয়ায় আলোড়ন তুলেছে।

 

শেয়ার করুন