১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়া প্রধান ডাকঘরের সামনে জেলা পরিষদের ভূমি লিজ নিয়ে বিতর্ক

শেয়ার করুন

 

মো.রাশেদুল্লাহ আলমদার
পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া প্রধান ডাকঘরের সামনে জেলা পরিষদের মালিকানাধীন একটি জমি লিজ দেওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ওই জমি জোরপূর্বক দখলের অভিযোগ তুলেছেন ডাকঘর কর্তৃপক্ষ।

জানা গেছে, সম্প্রতি ডাকঘরের সামনের বাউন্ডারি দেয়ালের ভেতরে জেলা পরিষদের মালিকানাধীন একটি ছোট পরিসরের জমিতে লিজগ্রহীতা পক্ষ গাছ কাটা ও বাউন্ডারি তৈরির কাজ শুরু করে। এতে ডাকঘরের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং প্রতিষ্ঠানের পরিবেশ ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন ডাকঘর কর্তৃপক্ষ।

পটিয়া ডাকঘরের পোস্টমাস্টার তাজুল ইসলাম জানান, “পোস্ট অফিসের সীমানা দেয়ালের ভেতরে অবস্থিত এই জায়গা ডাক বিভাগের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ লিজগ্রহীতা অনুমতি ছাড়াই জোরপূর্বক বাউন্ডারি নির্মাণের চেষ্টা করেছে। আমরা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

অন্যদিকে লিজগ্রহীতা মো. জমির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা জেলা পরিষদ থেকে নিয়ম মেনে বৈধভাবে লিজ নিয়েছি। সব কাগজপত্র ঠিক আছে। কারও জায়গা দখলের প্রশ্নই আসে না।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, ডাকঘরের ভেতরে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করলে এলাকায় যানজট, পার্কিং সংকট ও নিরাপত্তা ঝুঁকি বাড়বে। অন্যদিকে লিজগ্রহীতা পক্ষের দাবি—জমিটি জেলা পরিষদের এবং তারা অনুমোদিতভাবে ব্যবহার করছেন।

এ নিয়ে ইতোমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) বরাবর লিজ বাতিলের দাবি জানিয়ে স্বারকলিপি প্রদান করেছেন স্থানীয় কয়েকজন নাগরিক প্রতিনিধি।
এ বিষয়ে জেলা পরিষদ সূত্রে জানানো হয়েছে, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সিএনআই/২৫

শেয়ার করুন