১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার
৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

ইংরেজি নববর্ষে শুরু হোক সুস্থতার কোলাহল

শেয়ার করুন

আজ ১লা জানুয়ারি। ইংরেজি নববর্ষের প্রথমদিন। ২০২৪সালের শেষ সূর্যের রক্তিম আভা মিলিয়ে গেল,শীতের ঘন কুয়াশা ভেদ করে পূর্ব আকাশে উদিত ভোরের সূর্য আলো ছড়াবে দিগন্তজুড়ে।

নতুন বছরের অপার সম্ভাবনা নিয়ে উদিত এ সূর্যের আলোতে আলোকিত হবে একটি নতুন দিন,একটি নতুন বছর।পুরনো জরা-গ্লানি হতাশাকে পেছনে ফেলে আবারও নতুন সম্ভাবনা আর স্বপ্ন প্রতিক্ষায় প্রস্তুত বিশ্ববাসী,স্বাগতম ইংরেজি নববর্ষ শুভ হউক তোমার আগমন। নিজস্ব বর্ষপঞ্জি থাকার কারনে বাঙালি বছরে দুবার বর্ষবরন করে,তার একটি পহেলা বৈশাখ। আরেকটা হলো ১লা জানুয়ারি।

বাঙালি একবার বলে শুভ নববর্ষ,।আরেকবার বলে হ্যাপি নিউ ইয়ার।২০২৪সাল জুড়েই সারাপৃথিবীর মানুষের ভিতর ছিল অস্থিরতা সেই সাথে আমার প্রিয়ভূমি বাংলাদেশ ও ছিল সংঘাতময় এক অস্থির আবর্তে।

এই অস্থিরতা কাটিয়ে হাজার রক্তের বিনিময়ে আমরা শৃঙ্খলামুক্ত হয়েছি।জাতীয়ভাবে নতুন বছর সবার জন্য ইতিবাচক হবে এ প্রত্যাশা আমাদের।চলো নতুনের স্বপ্ন নিয়ে বাঁচি। নতুন সুযোগ নিয়ে আসে নতুন বছর। পুরনো কষ্ট ভুলে তাই আরও একবার উঠে দাঁড়াতে হবে। সুযোগ বারবার আসবেনা।

বছর এর এই শুরুর সময়টা নিজেকে বদলে নেয়ার প্রতিজ্ঞা দিয়ে শুরু হোক। হ্যাপি নিউ ইয়ার ২০২৫। বছরটা শুরু হোক আনন্দের সূচনায়।বছর জুড়ে মুখে লেগে থাকুক চওড়া হাসি।

সফলতা আসুক কিংবা ব্যর্থতা, জেনে রেখো জীবনের সব কিছু দু’হাত ভরে নিতে জানতে হয়, তাই কখনো ভয় পেয়োনা ব্যর্থতার কারন সেখান থেকেই শুরু হয় সফলতার।

হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক,টু্ইটার,ইন্সটাগ্রাম সকাল সকালই ছড়িয়ে পড়ুক না হয় নতুন বছরের পজিটিভিটি।নিজেদের ভালো থাকা ও পৃথিবীকে ভালো রাখার বার্তা।

এভাবেই ছড়িয়ে পড়ুক এক আশার আলো। একদিন ঝড় থামবে, বিপর্যয় কাটিয়ে সুস্থ হবে নতুন বছর সুস্থ হবে বিশ্ব। সম্মানিত পাঠক,লেখক, শুভানুধ্যায়ী সাংবাদিক সবাইকে জানায় ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।


লূবনা ইয়াসমিন

সম্পাদক

সিএনআই…

শেয়ার করুন