
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) বলেছেন, “কেউ কেউ সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়ার বা ‘কবর’ রচনা করার কথা বলছে। এ ধরনের বক্তব্য স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এটি কোনো স্বাধীনতাবিরোধী বা দেশবিরোধী শক্তির কাজ হতে পারে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো আস্ফালন সহ্য করা হবে না।”
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে সিপিবির সাবেক সভাপতি কমরেড মণি সিংহের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর পোস্তগোলা শ্মশানঘাটে তার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর স্মরণসভায় এসব কথা বলেন তিনি।
রুহিন হোসেন বলেন, “২০০ বছরের ব্রিটিশবিরোধী সংগ্রাম এবং ২৪ বছরের পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের ধারাবাহিকতায় ১৯৭১ সালে অস্ত্র হাতে নিয়ে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি এবং কমরেড মণি সিংহের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
স্মরণসভায় সভাপতিত্ব করেন সিপিবির সূত্রাপুর থানা কমিটির সভাপতি বিকাশ সাহা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান।
সভায় আরও বক্তব্য দেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক জাহিদ হোসেন খান, দুঃস্থ সেবাকেন্দ্রের (ডিএসকে) পরিচালক ও সাবেক ছাত্রনেতা শামসুল আলম, সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের নেতা সাইফুল ইসলাম এবং সূত্রাপুর থানা কমিটির সহকারী সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।