১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ১৭২

শেয়ার করুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭২ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৬৭ জন। ঢাকার বাইরে বিভাগভিত্তিক চিত্রে দেখা যায়, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৫১ জন, চট্টগ্রামে ১৭ জন, বরিশালে ১৭ জন, রাজশাহীতে ১০ জন, খুলনায় ৫ জন, ময়মনসিংহে ৪ জন এবং রংপুরে ১ জন নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৫৬৪ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে নারীদের সংখ্যা তুলনামূলক বেশি।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১,৭০৫ জনের মৃত্যু হয় এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯।

 

শেয়ার করুন