
অল্প বয়সী নারী একরকম ফ্যান্টাসিতে ডুবে থাকে। এই বয়সে সে প্রেম চায়, ভালবাসা চায়, ডানা মেলে উড়তে চায়।
পৃথিবীর সব নিয়ম ভেঙে প্রমাণ করতে চ্য তার নেয়া প্রত্যেকটা সিদ্ধান্তই সেরা এবং তার চ্যুজ করা মানুষটা তার জন্য শতভাগ পার্ফেক্ট।
এই বয়সে তার প্রত্যেকটা স্বপ্নকে বাস্তব এবং সহজ মনে করে।
এরপর যখন সে আস্তে আস্তে ম্যাচিউরড হয়ে ওঠে তখন সে বুঝতে শিখে বাস্তবতা কত কঠিন। এই বয়সে নারী নিজেকে মানিয়ে নিতে , কম্প্রোমাইজ করতে শিখে যায়। অ্যাডজাস্টমেন্ট শিখে। সংসার আর ক্যারিয়ারে ব্যালেন্স করতে শিখে যায়।
তার বিপরীত দিকের মানুষটা ভূল হলেও ছাড় দেয়া শিখে যায়। প্রেম ভালবাসা কিংবা ফ্যান্টাসির কল্পনায় বিভোর থাকা নারীটা দিনের পর দিন কাটিয়ে দিতে শিখে যায় তার জীবনসঙ্গীর সময় হলে কাছে আসবে এই ভাবনায়।
এই বয়সে নারী স্ট্রং হয়। সিদ্ধান্ত নিতে শিখে যায়। মুভ অন করতে শিখে যায়। অনেকে সমাজের মিথ্যা সামাজিকতায় আবার হারিয়েও যায়।
আর শেষ বয়সে?
এই বয়সে নারী কিছু চায়না। শুধু শান্তি চায়। নিজের পায়ে ভর করে বাঁচতে চায়। কারো উপর নির্ভরতার চেয়ে নিজের চলাফেরার সক্ষমতা নিয়েই দুনিয়া ছাড়তে চায়।
আমার কাছে মনে হয় শেষ বয়সের বোধোদয় যদি নারীর অল্প বয়সে কিংবা ম্যাচিউরড হওয়ার সময়েও হতো তাহলে শেষ বয়সে এসে শান্তি চাইতে হতোনা।
শেষ পর্যন্ত সুন্দর অভিজ্ঞতা ও সুশিক্ষা রেখে যেতে পারতো।
Dear girl, Love thyself & work hard for your goals. ♥️
✍️ Ashna_Araf