১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোপের ভেগা-সি রকেট সফলভাবে মহাকাশে উৎক্ষেপিত

শেয়ার করুন

গত বৃহস্পতিবার ফ্রান্সের মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে ভেগা-সি রকেট সফলভাবে উৎক্ষেপিত হয়েছে। এই উৎক্ষেপণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের নতুন উপগ্রহ সেনটিনেল ১-সি মহাকাশে পাঠানো হয়েছে। এই উপগ্রহটি পৃথিবীর পরিবেশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করবে।

দীর্ঘদিনের গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার পর ভেগা-সি রকেটটি সফলভাবে উৎক্ষেপিত হয়েছে। এর আগে একবার এই রকেট উৎক্ষেপণে ব্যর্থ হওয়ায় বিজ্ঞানীরা বেশ চিন্তিত ছিলেন। তবে এইবার সব কিছু ঠিকঠাক হয়েছে।

ভেগা-সি রকেটটি হালকা ওজনের উপগ্রহ মহাকাশে পাঠানোর জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই রকেটটি দুই টনেরও বেশি ওজন বহন করতে সক্ষম। সেনটিনেল ১-সি উপগ্রহটির ওজন ৮০০ কিলোগ্রাম।

ভেগা-সি রকেটের গুরুত্ব:
* পৃথিবী পর্যবেক্ষণ: সেনটিনেল ১-সি উপগ্রহটি পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের ছবি তুলবে এবং বিভিন্ন প্রাকৃতিক ঘটনা, যেমন জলবায়ু পরিবর্তন, বন ধ্বংস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ইত্যাদি পর্যবেক্ষণ করবে।
* মহাকাশ গবেষণা: ভেগা-সি রকেটের সফল উৎক্ষেপণ ইউরোপীয় মহাকাশ গবেষণা ক্ষেত্রে একটি মাইলফলক।
* বাণিজ্যিক উৎক্ষেপণ: ভবিষ্যতে এই রকেট ব্যবহার করে বিভিন্ন দেশের উপগ্রহ মহাকাশে পাঠানো সম্ভব হবে।

শেয়ার করুন