১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বনানী-কাকলী ক্রসিং আবার চালু: যানবাহনের চাপ কমবে

শেয়ার করুন

সম্মানিত নগরবাসী,
আপনাদের সকলকে জানিয়ে রাখি যে, বনানী-কাকলী ক্রসিং এবং বনানী কবরস্থানের সামনের ক্রসিং উভয়ই খুলে দেওয়া হয়েছে। এখন থেকে আপনারা ২৭ নাম্বার রোড দিয়ে কবরস্থান ক্রসিং পার হয়ে সরাসরি বিমানবন্দর যাতায়াত করতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
* ২৭ নং রোড ওয়ান ওয়ে: এই রোডটি এখন একমুখী। অর্থাৎ কামাল আতাতুর্ক রোড থেকে ২৭ নাম্বার হয়ে এয়ারপোর্ট রোডে গাড়ি যেতে পারবে। কিন্তু এয়ারপোর্ট রোড থেকে বনানী ২৭ নাম্বার রোডে ঢুকতে পারবে না।
* বনানী রোডের অন্যান্য রাস্তা: বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২( ব্লক কে) ,২৪, ২৬, ২৮ থেকে ২৭ নাম্বার হয়ে শুধু এয়ারপোর্ট রোডে যাওয়া যাবে।
* কামাল আতাতুর্ক রোডে যাওয়া: বনানী রোড নং ১, ৪, ১৬, ১৮, ২০, ২২, ২২ (ব্লক কে),২৪,২৬,২৮ থেকে যারা কামাল আতাতুর্ক রোডে যেতে চান তারা ২৩ নং রোড ব্যবহার করতে পারবেন।
গুলশান ট্রাফিক বিভাগের এই সিদ্ধান্তের ফলে:
* বিমানবন্দরে যাতায়াত সহজ হবে।
* যানজট কমতে পারে।

আপনাদের সবাইকে অনুরোধ করা হচ্ছে, এই নতুন নিয়ম মেনে চলার জন্য।
আশা করি এই তথ্য আপনাদের জন্য উপকারী হবে।
ধন্যবাদ।

শেয়ার করুন