১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

হাসনাত-সারজিসের বহরে ধাক্কা: দুর্ঘটনার দায়ে দুই আসামি গ্রেফতার

শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়ি বহরে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনায় জড়িত দুই আসামিকে দুই দিনের রিমান্ডে দিয়েছে আদালত। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রামের চতুর্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হকের আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন।

রিমান্ডে পাঠানো দুই আসামি হলেন ট্রাক চালক মুজিবুর রহমান (৪০) ও তার ছেলে ট্রাকের হেলপার মো. রিফাত মিয়া (১৮)। তারা ময়মনসিংহের ত্রিশাল এলাকার বাসিন্দা।

শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মোহাম্মদ শাহজাহান জানান, হাসনাত-সারজিসের গাড়ি বহরের একটি গাড়িতে ট্রাকচাপা দেওয়ার ঘটনায় নিরাপদ সড়ক আইনে করা মামলায় চালক মুজিবুর রহমান ও হেলপার রিফাত মিয়াকে রিমান্ড দিয়েছেন আদালত। তারা সম্পর্কে পিতা-পুত্র। পুলিশের পাঁচদিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দুইদিন রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন