১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার
২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএই বিএনপির ৫৩তম জাতীয় দিবস উদযাপন

শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউএই বিএনপির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৫৩তম জাতীয় দিবস ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপন করা হয়েছে। গত রোববার (০১ ডিসেম্বর) রাতে শারজাহের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসাইন।

 

উদযাপন কমিটির সভাপতি সাহাদাত হোসেন সুমন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতারা আমিরাতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রাদেশিক শাসকদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশ করে বক্তব্য রাখেন। তারা বলেন, প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসী আমিরাতকে নিজের দ্বিতীয় ঘর হিসেবে বিবেচনা করে। তাই আমাদের এই দেশের প্রতি কৃতজ্ঞ থাকা জরুরি। অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের আইন-কানুন মেনে চলার পাশাপাশি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়।

 

বাংলাদেশ ও আমিরাতের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সবাই মিলে দেশ দুটির উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

 

এই উদযাপনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা আমিরাতের সাথে তাদের গভীর সম্পর্কের প্রমাণ দিয়েছে এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্ব আরও জোরালো হবে বলে আশা করা যায়।

শেয়ার করুন