
সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় খুলনা শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন। শামসুর রহমান রোডে এই মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা ইসকন ও ভারতবিরোধী স্লোগান দিয়ে গর্জে ওঠে। তারা স্বৈরাচার হাসিনাসহ আওয়ামী লীগ ও তার সব অঙ্গ সংগঠনের বিচার দাবি করে।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা চালানো হয়েছে, যার প্রতিবাদে তারা একত্রিত হয়েছেন। তারা দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার অঙ্গীকার করে এবং স্বৈরাচারের দালালরা আর কিছু করতে পারবে না বলে দাবি করে।
শিক্ষার্থীরা আগামী ১৩ তারিখে খুলনায় কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে ঘোষণা করে এবং বাংলাদেশে কোনো জঙ্গি সংগঠন জায়গা পাবে না বলে জানায়।
সমাবেশে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জহুরুল ইসলাম তানভীর, সাজ্জাদুল ইসলাম বাপ্পি, মিনহাজুল ইসলাম সম্পদ, রাফসান, মহররম হাসান মাহিম, তারেক, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরান, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, সুমাইয়া বান্না ও আফসা।