
বলিউডে গাড়ি কেনার জোয়ার চলছে! তরুণ থেকে প্রতিষ্ঠিত, সকলেই দামি গাড়িতে ঝুঁকছেন। এই তালিকায় নতুন নাম যুক্ত হয়েছে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালানের। তিনি কিনেছেন নতুন মার্সিডিজ মেবাক এস ৫৮০।
বিদ্যার নতুন সিনেমা নিয়ে বলিউড গরম থাকতে থাকতেই, তার নতুন গাড়ির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মার্সিডিজ বেঞ্জ এস৫৫০ এর পর এবার এই বিলাসবহুল সেডান বিদ্যার গাড়ির সংগ্রহে যুক্ত হলো। মেবাক এস ৫৮০ বর্তমানে বলিউড সেলিব্রিটিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মডেল। এই গাড়িতে রয়েছে বিশেষ ড্যাশবোর্ড, আসন এবং প্রিমিয়াম মানের কেবিন। পেছনের সিটে রয়েছে বিশেষ ডিসেপ্ল, একটি সানরুফ এবং আরও বেশ কিছু ফিচার।
বিদ্যার গাড়ির কালেকশন দেখলে বোঝা যায় তিনি মার্সিডিজের বড় ফ্যান। ২০১৯ সালে তিনি একটি নতুন মার্সিডিজ-বেঞ্জ ই-ক্লাস সেডানও কিনেছিলেন। এই গাড়িতে ২-লিটার পেট্রোল এবং ২-লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। এটি ঘণ্টায় সর্বোচ্চ ২১৫ কিলোমিটার গতি তুলতে সক্ষম এবং মাত্র ৭ সেকেন্ডে ০-১০০ কিলোমিটারে পৌঁছাতে পারে।