
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় পড়েছে।
লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি ট্রাকের ধাক্কায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
ঘটনাস্থলে উপস্থিতরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফিরছিলেন। এই সময় তাদের বহরের একটি গাড়ি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়।
হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম নিজেরা এই গাড়িতে ছিলেন না। তবে তাদের বহরের অন্য একটি গাড়িতে থাকা সদস্যরা আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।