১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার
৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তিন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বঙ্গভবনে, তথ্য যাচাই-বাছাই চলছে আরও ১২ জনের

শেয়ার করুন

-অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকা তিন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, একেএম জহুরুল হক ও কাজী রেজাউল হকের বিরুদ্ধে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে অভিযোগ পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।

রাষ্ট্রপতি অনুমোদন দিলে এই তিন বিচারপতির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করবে কাউন্সিল।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র আরও জানায়, ষোড়শ সংশোধনীর রায়ের পর এরই মধ্যে দুই দফায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বৈঠক করেছেন প্রধান বিচারপতি। এ ছাড়া আরও ১২ বিচারপতির বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই-বাছাই চলছে।প্রাথমিকভাবে অভিযোগের পক্ষে কোনো কিছু পেলেই তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে।

উল্লেখ্য, সংবিধানের ষোড়শ সংশোধনীর কারণে বিচারপতিদের দুর্নীতি নিষ্পত্তিতে এতদিন ধীর গতি ছিল।-

শেয়ার করুন