
-রাজবাড়ীর পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে যাত্রীবাহি ট্রলার থেকে আগ্নেয়াস্ত্রসহ চার জনকে আটক করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার লঞ্চঘাট এলাকার পদ্মা নদী থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা স্কুল ব্যাগ থেকে একটি বিদেশী পিস্তল ও বড় একটি একনলা বন্দুক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাঁচরন্দ গ্রামের আবু বক্কর মুন্সীর ছেলে মো. জীবন মুন্সী (২০), একই এলাকার মো. আজাদ শেখের ছেলে মো. নাজির উদ্দিন শেখ (১৯), পাবনা জেলার আমিনপুর উপজেলার ধারাই গ্রামের মো. রহমত সরদারের ছেলে মো. রশিদ সরদার (৫৫) ও একই উপজেলার ঢালারচর গ্রামের মো. আনছার মোল্লার ছেলে মো. খায়রুল মোল্লা (২৩)।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নৌ পুলিশ ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সদর উপজেলার অন্তরের মোড় থেকে একটি যাত্রীবাহি ট্রলার গোয়ালন্দ উপজেলার রাখালগাছি চরে যাচ্ছিল। দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায় পৌঁছালে ট্রলারটিতে মাছ থাকতে পারে বলে সন্দেহ হলে তল্লাসি চালায়। সে সময় স্কুল ব্যাগে থাকা একটি বিদেশী পিস্তল ও একটি একনলা বন্দুকসহ ৪ জনকে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।-