
-মেঘলা আবহাওয়া পেসারদের জন্য বরাবরই পোয়াবারো। সিম, সুইং ও বাউন্সে ব্যাটারদের ভোগান্তিতে ফেলবেন তারা; তা একরকম চিরন্তন দৃশ্যই বলা যায়।
কিন্তু তাই বলে নিজেদের মাটিতে একদমই যে মুখ থুবড়ে পড়বে ভারত, তা হয়তো কেউই ভাবেননি।
ব্যাটিং তো বটেই, বোলিংয়েও বেঙ্গালুরুতে দুঃস্বপ্নের একটি দিন কাটাল স্বাগতিকরা।
তাদের ৪৬ রানে গুটিয়ে দেওয়ার পর ১৩৪ রানের লিড নিয়ে দিনশেষ করেছে নিউজিল্যান্ড। নিজেদের মাটিতে এটাই ভারতের সর্বনিম্ন স্কোর।
তাছাড়া এর আগে এশিয়ার মাটিতে এশিয়ার কোনো দল এতো অল্প রানে অলআউট হয়নি।
বৃষ্টির কারণে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম দিন টস পর্যন্ত হয়নি।
আজ এমন আবহাওয়ায় ভারতের টস জিতে ব্যাটিং করতে নামার সিদ্ধান্ত ছিল অবাক করার মতো। কেননা প্রথম দিন পরিত্যক্ত হয়েছে, এমন শেষ ১৫টি টেস্টে আগে ব্যাট করা দলের জয়ের নজির কেবল দুটি।
এরপর আরও অবাক করে দেয় ভারতের ব্যাটিং। কিউই পেসারদের নিখুঁত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি রোহিত শর্মার দল। পাঁচ ব্যাটারকে ফিরতে হয়েছে রানের খাতা না খুলেই। এই তালিকায় আছেন বিরাট কোহলিও। আট বছর পর তিনে খেলতে নেমে ৯ বলে ডাক মারেন তিনি। বর্তমান ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ (৩৮) ডাক মারার কীর্তিতে টিম সাউদিকে ছুঁয়েছেন।
এছাড়া শূন্য রানে আউট হয়েছেন সরফরাজ খান, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল ঋষভ পন্ত (২০) ও যশস্বী জয়সওয়াল (১৩)। কিউইদের হয়ে স্রেফ ১৫ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ক্যারিয়ারের ৫০ ইনিংসে ১০০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ডানহাতি এ পেসার।
এই ধ্বংসযজ্ঞের শুরুটা অবশ্য হয় টিম সাউদির হাত ধরে। দারুণ এক ওবল-সিম ডেলিভারিতে ভারতীয় অধিনায়ক রোহিতকে বোল্ড করেন তিনি। এরপর আরেক পাশ থেকে হেনরিকে দারুণ সঙ্গে দেন উইলিয়াম ও’রোর্ক। ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার।
দুর্দান্ত বোলিং প্রদর্শনীর পর ব্যাটিংয়ে দাপট বজায় রাখে নিউজিল্যান্ড। তবে আক্ষেপ কেবল ডেভন কনওয়ের জন্য। ‘কিলার মাইন্ডসেট’ নিয়ে খেলতে নেমে ১০৫ বলে ১১ চার ও ৩ ছক্কায় ৯১ রানে আউট হন বাঁহাতি এই ওপেনার। দিন শেষ হওয়ার আগে অবশ্য অধিনায়ক টম ল্যাথাম (১৫) ও উইল ইয়াং (৩৩) হারায় কিউইরা। তৃতীয় দিন শুরু করবে ৩ উইকেটে ১৮০ রানে থেকে। যেখানে রাচিন রবীন্দ্র ২২ ও ড্যারিল মিচেল ১৪ রান নিয়ে অপরাজিত আছেন।-