১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মঞ্চে ওঠার সময় তরুণের ওপর ঝাঁপাল ভালুক, কারণ জানা গেল

শেয়ার করুন


ভালুকের খেলা প্রদর্শনের একটি অনুষ্ঠানে অংশ নিতে মঞ্চে উঠছিলেন এক তরুণ। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে একটি বিশাল আকৃতির ভালুক। আকস্মিক এই ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে।

ঘটনার পরপরই সেখানে থাকা অন্যান্য কর্মীরা তরুণকে উদ্ধারে এগিয়ে আসেন। দীর্ঘ সময় চেষ্টার পর অবশেষে তারা ভালুকের কবল থেকে তাকে মুক্ত করতে সক্ষম হন। সৌভাগ্যক্রমে এ ঘটনায় তরুণটি গুরুতরভাবে আহত হননি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পুরো ঘটনাটি দেখা যায়। ভিডিওতে দেখা যায়, কর্মীরা সম্মিলিতভাবে চেষ্টা করে তরুণকে নিরাপদে সরিয়ে নেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে পূর্ব চীনের জেজিয়াং প্রদেশের হাংজোউ সাফারি পার্কে। সাফারি পার্ক কর্তৃপক্ষ সেখানে পশুপাখির খেলা প্রদর্শনের আয়োজন করেছিল।

কর্তৃপক্ষ জানায়, তরুণটির কাছে একটি ব্যাগ ছিল, যেখানে গাজর ও আপেল রাখা ছিল। মঞ্চে ওঠার সময় খাবারভর্তি ওই ব্যাগটির দিকে ভালুকটির নজর পড়ে। খাবার ছিনিয়ে নিতেই মূলত ভালুকটি তরুণের ওপর ঝাঁপিয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং ভালুকটিও নিরাপদে রয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ।

সিএনআই/২৫
শেয়ার করুন