
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, গত তিন দিন ধরে যে চিকিৎসা চলছে, খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন—এটিকে তিনি ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, “গত তিন দিন ধরে তার অবস্থা একই পর্যায়ে আছে। চিকিৎসা দেওয়া চিকিৎসকদের দায়িত্ব, আর সুস্থতা আল্লাহর হাতে। সবাইকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানাচ্ছি।”
বিদেশে নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন দেশের—ইংল্যান্ড, সৌদি আরব, চীন, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র—চিকিৎসকদের যৌথ পরামর্শে তার চিকিৎসা চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থার কারণে বিদেশে নেওয়া সম্ভব নয়। তিনি আরও কিছুটা সুস্থ হলে এবং মেডিকেল বোর্ড সম্মতি দিলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
হাসপাতালের সামনে মানুষের ভিড়ের বিষয়ে ডা. জাহিদ বলেন, “এভার কেয়ারে তিন শতাধিক রোগী ভর্তি আছেন। অতিরিক্ত ভিড় হলে তাদের চিকিৎসা ব্যাহত হবে। তাই কাউকেই হাসপাতালে না আসার অনুরোধ করছি। নিজ নিজ অবস্থান থেকে দোয়া করুন।”
তিনি জানান, ২৭ নভেম্বর থেকে বেগম খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন। তার চিকিৎসা পর্যবেক্ষণে যুক্ত আছেন তার ছেলে তারেক রহমান। মেডিকেল বোর্ড ও বিদেশি চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করছেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। পরিবারের সদস্যরাও হাসপাতালে উপস্থিত আছেন।
সিএনআই/২৫