১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খুচরা টাকা দেওয়া: ছোট কিন্তু সওয়াবের কাজ

শেয়ার করুন

দৈনন্দিন জীবনে হঠাৎ কারো খুচরা টাকার প্রয়োজন হতে পারে—বাসের ভাড়া, রিকশা বা দোকানে সামান্য কেনাকাটা। ইসলামের দৃষ্টিতে এমন পরিস্থিতিতে বড় নোট ভেঙে খুচরা টাকা দেওয়া মানবিক ও সওয়াবের কাজ হিসেবে গণ্য হয়। পবিত্র কোরআনে এসেছে, “নিশ্চয়ই যারা ভালো কাজ করে আমি তাদের কাজের প্রতিদান নষ্ট করি না।” (সুরা কাহাফ: ৩০)

হাদিসে নবীজি (স.) বলেছেন, কোনো নেক আমলকে তুচ্ছ মনে করা উচিত নয়, যেমন রাস্তা থেকে কাঁটাযুক্ত গাছের ডাল সরানো বা ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করা। খুচরা টাকা দিয়ে কারো সমস্যা মেটানোও ইসলামের দৃষ্টিতে মূল্যবান নেক আমল।

রাসুলুল্লাহ (স.) আরও শিক্ষা দিয়েছেন, “প্রতিটি ভালো কাজই সদকা।” কারো দৈনন্দিন কষ্ট দূর করা আল্লাহর কাছে স্বীকৃত আমল। তাই যখন আপনার কাছে পর্যাপ্ত খুচরা থাকে এবং সাহায্য করতে সক্ষম হন, তখন ধৈর্য সহকারে অন্যকে সাহায্য করা উচিত।

এ ধরনের ছোট সহায়তা শুধু ব্যক্তিগত নেক আমল নয়, এটি সমাজে সুসম্পর্ক ও বিশ্বাস গড়ে তোলে, সম্প্রদায়ের মধ্যে ভরসা ও সম্প্রীতি নিশ্চিত করে। খুচরা টাকা দিয়ে সহযোগিতা একটি সহজ, কার্যকর ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম।
সিএনআই/২৫

শেয়ার করুন