
অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ ডি’অ্যাফেয়ার্স) ট্রেসি অ্যান জ্যাকবসনের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রাজধানীর মিন্টো রোডের ৩৩ নম্বর সরকারি বাসভবনে এ ঘণ্টাব্যাপী বৈঠক হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বৈঠকে ড. খলিলুর রহমানের সাম্প্রতিক ভারত সফর নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি এবং আদালতে দণ্ডপ্রাপ্তদের ভারত থেকে ফেরত আনার বিষয়েও কথা হয়।
দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
চলতি বছরে যুক্তরাষ্ট্রে একাধিক সরকারি সফরে অংশ নিয়েছেন ড. খলিলুর রহমান। সেখানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতেও তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চপর্যায়ের প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত হলেও সেসব বৈঠকের বিস্তারিত কোনো পক্ষই প্রকাশ করেনি।
সিএনআই/২৫