১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এভারকেয়ারে খালেদা জিয়াকে দেখতে গেলেন এনসিপি নেতারা

শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সকাল ১০টার পর তারা হাসপাতালে উপস্থিত হয়ে চিকিৎসকদের সঙ্গে তার বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে কথা বলেন।

প্রতিনিধিদলে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

এর আগে, শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট নিতে এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে আইন উপদেষ্টা এবং বিশেষ সহকারী মনির হায়দারও হাসপাতালে যান। একই রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও মির্জা আব্বাসও হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছেন প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।

এর আগে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ৭ জানুয়ারি লন্ডনে যান এবং ১১৭ দিন পর ৬ মে দেশে ফেরেন। ফিরার পর বিভিন্ন সময়ে শারীরিক জটিলতার কারণে তাকে একাধিকবার হাসপাতালে যেতে হয়েছে।

সিএনআই/২৫

শেয়ার করুন