১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়—চিকিৎসক ও বিএনপি

শেয়ার করুন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি–বিদেশি বিশেষজ্ঞরা তার চিকিৎসা পরিচালনা করছেন।

শুক্রবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন সিনিয়র নেতা হাসপাতালে গিয়ে খোঁজ নেন।

এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি চিকিৎসায় কোনো ঘাটতি না রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। বিএনপিও দলীয় প্রধানের সুস্থতার জন্য বাদ জুম্মা দেশব্যাপী দোয়া মাহফিল আয়োজন করেছে।

মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে। তিনি সবার কাছে দোয়া কামনা করেন।

ঢাকার নয়াপল্টনে কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল শেষে মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় এবং জাতির সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তিনি বলেন, গণতন্ত্রের জন্য সারাজীবন সংগ্রাম করা খালেদা জিয়ার সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসা প্রয়োজন।

এর আগে বিভিন্ন স্থানে বিএনপির নেতারা দোয়া মাহফিল আয়োজন করেন। মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ নভেম্বর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, গণতান্ত্রিক উত্তরণের সময়ে খালেদা জিয়া দেশের জন্য অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি, এবং সরকার প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে প্রস্তুত।

সিএনআই/২৫

শেয়ার করুন