১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই আইন পাসে সরকারের ভিন্ন উদ্দেশ্য দেখছে বিএনপি

শেয়ার করুন

পুলিশ কমিশন আইন ও এনজিও বিষয়ক আইন পাসের যে উদ্যোগ নিয়েছে সরকার, তার পেছনে ‘ভিন্ন উদ্দেশ্য’ রয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। শুক্রবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে—বর্তমান অন্তর্বর্তী সরকার খুব দ্রুত সংশোধিত পুলিশ কমিশন আইন এবং এনজিও বিষয়ক একটি আইন পাস করাতে চায়। তার মতে, নির্বাচনের আগ মুহূর্তে এ ধরনের গুরুত্বপূর্ণ আইন পাসের চেষ্টা গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে।

মির্জা ফখরুল বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়াই এমন গুরুত্বপূর্ণ বিষয়ে তড়িঘড়ি করে আইন পাস করা সমীচীন নয়। তিনি জানান, এসব আইন পরবর্তী জাতীয় সংসদে যুক্তিযুক্ত আলোচনা ও বিতর্কের মাধ্যমে প্রণয়ন করাই যুক্তিসঙ্গত হবে।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত না নিতে এবং তড়িঘড়ি করে আইন পাসের উদ্যোগ থেকে বিরত থাকতে হবে।

সিএনআই/২৫

শেয়ার করুন