১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের গুঞ্জন নিয়ে যা বলল সরকার

শেয়ার করুন

আগুনে পুড়ে যাওয়া কড়াইল বস্তি

 

আগুনে পুড়ে যাওয়া রাজধানীর কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণ করার যে গুঞ্জন চলছে, তা সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, কড়াইল বস্তির জায়গায় যেকোনো ধরনের স্থাপনা নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই।

বুধবার (২৬ নভেম্বর) এক ফেসবুক বার্তায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লিখেছেন, ‘বিশেষভাবে হাজার হাজার মানুষ যখন আগুনে বিপর্যস্ত হয়ে নিরাপত্তাহীন অসহায় পরিস্থিতিতে রয়েছে, তখন হাই-টেক পার্ক স্থাপনের আজগুবি বিষয় সামনে এনে সরকারকে বিব্রত করার এমন অপচেষ্টার নিন্দা জানাই।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘এই ধরনের প্রস্তাবনা মৌখিক ও লিখিতভাবে দিয়ে আসছেন কেউ কেউ। সংগতকারণেই সরকার এসব প্রস্তাবনা আমলে নেয়নি। বর্তমানে কড়াইল বস্তির জায়গায় যে-কোনো ধরনের স্থাপনা নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের নেই।’

সরকার জানিয়েছে, কড়াইল বস্তিতে প্রায় ৪৩ একর জায়গা রয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের। যদিও তারা কখনোই জায়গাটি বুঝে পায়নি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লিখেছেন, ‘গত বছরের শেষের দিকে এই বিশাল প্লটের বনানী কর্নারের যে অংশে কোনো স্লাম নাই, তার ছোট অংশে একটি সফ্‌টওয়্যার পার্ক ভবন নির্মাণের একটি কথা উঠেছিল। এর প্রেক্ষিতে আমরা কয়েকজন মানবাধিকার কর্মীর সাথে আলাপ করি। ওনাদের পরামর্শ মতে কড়াইল বস্তিতে যেকোনো ধরনের অবকাঠামো নির্মাণের পরিকল্পনা থেকে আইসিটি বিভাগ বিরত থাকে।’ এর পরিবর্তে ঢাকার কারওয়ান বাজার এলাকায় সফ্‌টওয়্যার পার্কের নতুন একটি ভবন নির্মাণের কাজ চলছে বলে জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই, বর্তমানে কড়াইল বস্তিতে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণের কোনো পরিকল্পনা আমাদের নেই।’

শেয়ার করুন