১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাভাবিপ্রবিতে ১০ শিক্ষকের অধ্যাপক পদোন্নতি

শেয়ার করুন

মাভাবিপ্রবি প্রতিনিধি,
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১০ জন শিক্ষক সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে এ পদোন্নতি প্রদান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ২৪৮তম সভায় পদোন্নতির সিদ্ধান্ত অনুমোদন করা হয়। পরবর্তীতে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়টি জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পদোন্নতি পাওয়া শিক্ষকরা হলেন—
রসায়ন বিভাগ: ড. মো. আব্দুর রহমান ও ড. উম্মে সালমা
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই): ড. মাহবুবা বেগম
গণিত বিভাগ: ড. মো. মিজানুর রহমান ও ড. মো. রাজিয়া পারভীন
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম): ড. শিমুল রায়
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি): ড. জিয়াউর রহমান ও ড. মো. আবীর হোসেন
পরিসংখ্যান বিভাগ: ড. ফয়জুন নাহার মিম
ফার্মেসি বিভাগ: ড. মোছা. চাঁদ সুলতান খাতুন

পদোন্নতি প্রাপ্ত ইএসআরএম বিভাগের শিক্ষক ড. শিমুল রায় বলেন, “বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে এই পদোন্নতি দেওয়ার জন্য। বিভাগের ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই। বিশেষ করে পরিবেশবিষয়ক বাস্তবধর্মী গবেষণায় নিজের সর্বোচ্চ অবদান রাখতে চাই। আমার সহকর্মী ও শিক্ষার্থী সবাইকে আমার অর্জিত জ্ঞান, সবকিছু দিয়ে তাদের পাশে থাকবো, তাদের অ্যাকাডেমিক ও গবেষণা উন্নয়নে পাশে থাকতে চাই।”
সিএনআই/২৫

শেয়ার করুন