১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে দ্বিতীয় বৃহৎ শহরের তালিকায় এখন ঢাকা

শেয়ার করুন

রাজধানী ঢাকার জনসংখ্যা ও বিস্তার দ্রুত বাড়তে থাকায় মেগাসিটির তালিকায় এর অবস্থান এক লাফে নবম থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রবণতা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যেই ঢাকা বিশ্বের সবচেয়ে বড় শহরে পরিণত হতে পারে।

জাতিসংঘের ওয়ার্ল্ড আর্বানাইজেশন প্রসপেক্ট ২০২৫ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে ঢাকায় বসবাস করছেন প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ। জনসংখ্যার দিক থেকে এখন বিশ্বের বৃহত্তম শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে ৪ কোটি ১৯ লাখ মানুষ বাস করেন। তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের টোকিও (৩ কোটি ৩৪ লাখ মানুষের আবাস)।

বিশ্বে বর্তমানে মেগাসিটির সংখ্যা ৩৩, যেখানে ১৯টি শহরই এশিয়ায় অবস্থিত। শীর্ষ মেগাসিটিগুলোর বেশিরভাগই এশিয়ার দেশে—যেমন ভারতের নয়াদিল্লি, চীনের সাংহাই ও গুয়াংজু, ফিলিপাইনের মানিলা, ভারতের কলকাতা এবং দক্ষিণ কোরিয়ার সিউল। এশিয়ার বাইরে তালিকায় জায়গা পাওয়া একমাত্র শহর হলো মিসরের রাজধানী কায়রো, যার জনসংখ্যা প্রায় ৩ কোটি ২০ লাখ।

আমেরিকার মধ্যে সবচেয়ে বড় শহর ব্রাজিলের সাও পাওলো এবং আফ্রিকায় বড় শহর নাইজেরিয়ার রাজধানী লাগোস।

জাতিসংঘের বিশ্লেষণে বলা হয়েছে, ঢাকার দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হলো বিভিন্ন জেলা ও উপকূলীয় অঞ্চল থেকে মানুষের ব্যাপক হারে রাজধানীতে আগমন। কেউ কাজের সন্ধানে আসছেন, কেউ আবার বন্যা ও সমুদ্রস্তর বৃদ্ধির ঝুঁকি এড়িয়ে ঢাকায় আশ্রয় নিচ্ছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন