১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৯ নভেম্বর মক ভোট আয়োজন করবে নির্বাচন কমিশন

শেয়ার করুন

আগামী ২৯ নভেম্বর মক ভোট আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, প্রবাসীরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোটেও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ইসি সচিব জানান, ২৯ নভেম্বর কমিশনে মক ভোটিং অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রস্তুতি ও প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি আছে কি না—তা বোঝা যাবে। প্রয়োজনীয় সব উপকরণ আগেই সরবরাহ করা হবে, যেন শেষ মুহূর্তে কোনো সমস্যা না হয়।

তিনি আরও বলেন, ভোটার তালিকার প্রিভিউ চলছে এবং আগামী ৫ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত হবে। ভোটকেন্দ্র বা বুথ বাড়ানোর প্রয়োজন আছে কি না, সেটাও পর্যালোচনায় রয়েছে।

এ সময় ইসির আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, আগামী এক–দুই দিনের মধ্যেই গণভোট আইন অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হবে। এই আইনে একটি প্রশ্ন থাকবে, যেখানে ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন।

তিনি আরও বলেন, গণভোটের ব্যালট আলাদা রঙের হবে। কোনো কেন্দ্রে জাতীয় নির্বাচনের ভোট না হলেও, গণভোটের ভোট গ্রহণের সুযোগ থাকলে তা কমিশন বিবেচনা করবে। জাতীয় নির্বাচনের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখেই গণভোট অনুষ্ঠিত হবে।

সিএনআই/২৫

শেয়ার করুন