
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি ভালো ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা অপরিহার্য। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশি ৪০টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধির সঙ্গে সংলাপে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, “একটি সুষ্ঠু, সুন্দর ও ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দেওয়ার আমাদের একমাত্র লক্ষ্য। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনে এগোচ্ছে। ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব, এবং এজন্য সবার সহযোগিতা লাগবে।”
তিনি আরও জানান, এবারের নির্বাচনে একটি অফিশিয়াল পর্যবেক্ষণ ব্যবস্থা থাকবে। তবে পর্যবেক্ষকদের দৃষ্টি দিয়ে নির্বাচন দেখার গুরুত্ব অপরিসীম। নতুন পর্যবেক্ষক সংস্থাগুলো তাদের কর্মীকে প্রশিক্ষণ দেবে। দায়িত্ব সঠিকভাবে না পালিত হলে সংস্থার সুনাম ক্ষুণ্ন হতে পারে।
পর্যবেক্ষকদের সতর্ক করে সিইসি বলেন, তাদের কাজ হবে ভোটের অনিয়ম চিহ্নিত করা, রাজনীতিতে জড়ানো নয়। যারা পর্যবেক্ষক নিয়োগ পাবেন, তাদের রাজনৈতিক অখণ্ডতা যাচাই করা বাধ্যতামূলক।
এদিকে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, “ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ হবে। ভোটার অংশগ্রহণও এবার বেশি হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা পক্ষপাতিত্বমুক্তভাবে এগোতে চাই।”
সিএনআই/২৫