
দেশের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে—এ, বি, সি ও ডি—বিভক্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক কাঠামো ও শিক্ষাকার্যক্রমের প্রয়োজন বিবেচনায় উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের সরকারি কলেজসমূহকে চার শ্রেণিতে ভাগ করা হয়েছে। যেসব কলেজে ছাত্রছাত্রী সংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্স বিষয় ১০টির বেশি, সেসব প্রতিষ্ঠানকে ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সারা দেশে যে ৮১টি কলেজ ‘এ’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজ, ইডেন মহিলা কলেজ, রাজশাহী কলেজ, সরকারি ব্রজমোহন কলেজ, মুরারি চাঁদ কলেজ, কারমাইকেল কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ব্রজলাল কলেজসহ দেশের প্রায় সব বিভাগের প্রধান ও গুরুত্বপূর্ণ সরকারি কলেজ।
এ ছাড়া গাজীপুর, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, রংপুর, খুলনা, সিলেট, ময়মনসিংহ এবং পার্বত্য অঞ্চল রাঙামাটির সরকারি কলেজও তালিকায় রয়েছে। নারী শিক্ষার গুরুত্ব বিবেচনায় ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ এবং মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজও ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় মনে করে, এই ক্যাটাগরি বিভাজনের ফলে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, শিক্ষক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন, মানোন্নয়ন উদ্যোগ ও বাজেট ব্যবস্থাপনা আরও সহজ হবে। একই সঙ্গে প্রতিটি ক্যাটাগরির কলেজ তাদের প্রয়োজন ও সক্ষমতা অনুসারে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে পারবে।
সিএনআই/২৫