১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ আসছে

শেয়ার করুন

আন্দামান সাগর ও মালাক্কা প্রণালিতে সৃষ্টি হওয়া নিম্নচাপ দ্রুত শক্তি সঞ্চয় করে বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এটি ঘূর্ণিঝড় ‘সেনিয়ারে’ রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এ কারণে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু ও পদুচেরিসহ উপকূলীয় অঞ্চলে আগাম সতর্কতা জারি করা হয়েছে।

আইএমডির হিসাবে, মালাক্কা প্রণালির কেন্দ্রীয় অংশে উচ্চস্তরের বায়ুচক্রবাতের প্রভাবে আজ স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে নিম্নচাপটি সৃষ্টি হয়। এটি দ্রুত উত্তর-পশ্চিম দিক অতিক্রম করে ২৪ নভেম্বরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করবে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির নাম হবে ‘সেনিয়ার’, যার অর্থ ‘সিংহ’। আরবি ভাষা থেকে নেওয়া এই নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সম্পূর্ণ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এবং এটি আন্দামান-নিকোবর অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি।

ঘূর্ণিঝড়ের প্রভাবে আন্দামান-নিকোবর, তামিলনাড়ু, কেরালা, লাক্ষাদ্বীপ এবং অন্ধ্র প্রদেশের উপকূলে ২৮ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

সিএনআই/২৫

শেয়ার করুন