
সাম্প্রতিক কয়েক দফা ভূমিকম্পের পর ঢাকা শহরে প্রায় ৩০০টি ঝুঁকিপূর্ণ ছোট-বড় ভবন চিহ্নিত করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করা জরুরি। সিটি করপোরেশন, রাজউক ও ফায়ার সার্ভিস আলাদাভাবে দায়িত্ব পালন করায় অনেক ক্ষেত্রে বিশৃঙ্খলা তৈরি হয়। এ সমস্যার সমাধানে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রাজউক চেয়ারম্যান আরও বলেন, ভবন নির্মাণে রাজউক যথাযথ নিয়ম মানিয়ে অনুমোদন দেয়। রাজউকে কেউ অর্থ দিয়ে কাজ করাতে পারে না। বাড়িওয়ালারাই ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের মাধ্যমে নকশা তৈরি করে রাজউকে জমা দেন—শর্ত থাকে যে তারা পরিকল্পনা অনুযায়ী নির্মাণ করবেন। পরে নিয়ম ভঙ্গ হলে শাস্তি বা জরিমানার দায়ভার বাড়িওয়ালারই হওয়া উচিত।
তিনি আরও জানান, সঠিক পরিকল্পনা ও নিয়ম মেনে ভবন নির্মাণ না করলে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়, যা রাজধানীর নিরাপত্তার জন্য হুমকি।
সিএনআই/২৫