
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (২৪ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-এ কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে-র সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য কমনওয়েলথের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আশ্বাস দেন, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের প্রতি অঙ্গীকারবদ্ধ। জবাবে মহাসচিব বচওয়ে জানান, কমনওয়েলথ নির্বাচনের পুরো প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে এবং নির্বাচনের আগে একাধিক পর্যবেক্ষক দল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
বৈঠকে যুবশক্তি, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা প্রসার, বেকারত্ব ও পরিবেশ বিষয়ক ‘থ্রি-জিরো’ ভিশন বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়।
সিএনআই/২৫