১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রমিক শোষণের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার কঠোর অবস্থানে

শেয়ার করুন

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম জানিয়েছেন, শ্রমিকদের যে কোনো অভিযোগ নিয়ে সরকার সব সময় শ্রম আইন মেনে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বেতন, আবাসন বা নথিপত্র সংক্রান্ত যে কোনো অভিযোগে সরকার আপস করে না এবং ভবিষ্যতেও করবে না।

শনিবার (২২ নভেম্বর) বুকিত মেরতাজামে আয়োজিত মেগা সামাজিক সুরক্ষা কর্মসূচি উৎসবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, “শ্রমিক শোষণের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অভিবাসন সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আমাদের সঙ্গে একই অবস্থানে রয়েছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক সুরক্ষা সংস্থা (পারকেসু) বোর্ড চেয়ারম্যান দাতুক সেরি সুবহান কামাল এবং পারকেসো গ্রুপের প্রধান নির্বাহী দাতুক সেরি ড. মোহাম্মদ আজমান আজিজ মোহাম্মদ।

এর আগে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের ওপর শোষণ, প্রতারণা এবং ঋণের ফাঁদে পড়ার মতো উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন। তাদের মতে, মালয়েশিয়ায় এখনও আন্তর্জাতিক শ্রম আইন অমান্য করে অভিবাসী কর্মীদের শোষণ করা হয়।

সিএনআই/২৫

শেয়ার করুন