১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ধ্যানুশের মুখকে ভালোবেসে নিয়েছেন, প্রেমের ব্যর্থতা বলে নয়

শেয়ার করুন

বলিউডে ধানুশের মুখকে অনেকেই প্রেমে ব্যর্থ মানুষের মতো মনে করেন। অনেকে এটি হাস্যকর বা সমালোচনার চোখে দেখলেও, অভিনেতা নিজেই এটিকে গর্বের সঙ্গে গ্রহণ করেছেন। দিল্লিতে তার নতুন ছবি ‘তেরে ইশক মে’–এর প্রচারণার সময় ধানুশ বলেন, “আমার চেহারা নাকি প্রেমে ব্যর্থ মানুষের মতো, আমি এটাকে ভালোই নিয়েছি।”

ভারতীয় গণমাধ্যমে তিনি জানান, এই মন্তব্য করেছিলেন পরিচালক আনন্দ এল রাই ও সহ-অভিনেত্রী কৃতি শ্যানন। ধানুশ হাসতে হাসতে বলেন, “হৃদয়ভাঙা মানুষের মতো মুখ, এটা শুনে আমি বরং খুশিই হয়েছি। চরিত্রে আবেগের জায়গাটা ধরতে এটি নেচারালি আমাকে সাহায্য করবে।”

ছবিতে তিনি শঙ্কর নামে চরিত্রে অভিনয় করছেন। ধানুশের ভাষায়, শঙ্করকে ভালোবাসা সহজ হলেও চরিত্রটির ভেতরে অনেক জটিলতা রয়েছে। এটি কোনো ‘আগ্রাসী’ চরিত্র নয়, বরং গভীর আবেগ ও চ্যালেঞ্জে ভরা একটি ভূমিকা।

এ বছর একাধিক ছবিতে যুক্ত থাকার পরও ‘তেরে ইশক মে’ ধানুশের বছরের শেষ মুক্তিপ্রাপ্ত কাজ। ছবিটি ২৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এই সিনেমায় ধানুশের পাশাপাশি অভিনয় করেছেন কৃতি শ্যানন, প্রকাশ রাজ, সুশীল দাহিয়া ও আরও অনেকে।

সিএনআই/২৫

শেয়ার করুন