
তালা এমন একটি জিনিস, যা ব্যবহার না করা মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাসাবাড়ি, লাগেজ কিংবা বিভিন্ন জিনিসপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন আমরা তালা ব্যবহার করি। কিন্তু বেশির ভাগ তালার নিচে ছোট্ট একটি ছিদ্র থাকে। অনেকেই হয়তো এর কার্যকারিতা জানেন না।
প্রায় চার হাজার বছর আগে মিশরীয়রা প্রথম তালা-চাবি আবিষ্কার করেন। এরপর নানা নকশা ও আকারের তালা তৈরি হলেও মূল কাঠামো অনেকটা অপরিবর্তিত।
তালার নিচের ছোট্ট ছিদ্রটির কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু তালা সাধারণত দরজার বাইরের দিকে লাগানো থাকে, রোদ, বৃষ্টি ও ধুলোবালি সহজেই এর ভেতরে ঢুকতে পারে। এই ছিদ্রের মাধ্যমে তালার ভেতরে জমে থাকা পানি ও নোংরা পদার্থ বের হয়ে যায়, ফলে মরিচা পড়া থেকে তালা রক্ষা পায়। এছাড়া তালা নষ্ট হলে মেকানিকরা অনেক সময় এই ছিদ্র দিয়ে চিকন তার প্রবেশ করিয়ে মেরামতও করেন।
বর্ষাকালে পানি প্রবেশ করলে তালার নিচে থাকা ছোট ছিদ্র দিয়ে তা বের হয়, ফলে বছরের পর বছর তালা কার্যকর থাকে। তাই এটি দেখতে ছোট্ট হলেও তালার স্থায়িত্বে এর ভূমিকা অনেক বড়। ছিদ্রটি না থাকলে হয়তো কয়েক মাস পরপর নতুন তালা কিনতে হতো।
সিএনআই/২৫