১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা

শেয়ার করুন

 

ইয়াছিন আরাফাত (নোয়াখালী প্রতিনিধি)
সোনাইমুড়ী হামিদিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে মাদারাসা মাঠে
আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এসোসিয়েশনের আহ্বায়ক মাওলানা হেফজুর রহমানের সভাপতিত্বে এড. ইদ্রিস মোল্লা ও একেএম মহি উদ্দিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনাইমুড়ী হামেদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির, কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ, অধ্যাপক ইউসুফ ভূঁইয়া, সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, প্রাক্তন ছাত্র মাওলানা খোরশেদ আলম ও জিয়াউল হক জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, সাবেক ও বর্তমান ছাত্ররা।

অনুষ্ঠানে মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
সিএনআই/২৫

শেয়ার করুন