১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প, রাজধানী ও আশপাশে কম্পন অনুভূত

শেয়ার করুন

শুক্রবারের প্রাণঘাতী ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই শনিবার (২২ নভেম্বর) রাজধানী ও আশপাশের এলাকায় ৮ ঘণ্টার ব্যবধানে আরও তিনটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা ঘন ঘন কম্পনকে ভালো লক্ষণ হিসেবে দেখছেন না।

গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন স্থানে ৯১টি ভূমিকম্প হয়েছে, এমন তথ্য জানিয়েছে জনপ্রিয় ওয়েবসাইট ‘আর্থকোয়াকট্র্যাকার ডটকম’। ওয়েবসাইটের রোববার (২৩ নভেম্বর) দুপুরের আপডেট অনুযায়ী, গত সাতদিনে অন্তত ৮৫২টি ভূমিকম্প হয়েছে।

শনিবার প্রথম কম্পনটি সকাল ১০টা ৩৮ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশে অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৩। এরপর সন্ধ্যায় ঢাকার বাড্ডায় দুবার ভূমিকম্প অনুভূত হয়। সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩.৭ মাত্রার কম্পন হয়। এক সেকেন্ড পর, সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে নরসিংদীতে ৪.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।

শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পনের সময় রাজধানীসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের ঘটনায় শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নরসিংদীতে (৫ জন), ঢাকায় ৪ জন ও নারায়ণগঞ্জে একজন মারা গেছেন। ভূমিকম্পের কারণে ভবন হেলে পড়েছে, ফাটল দেখা দিয়েছে এবং অনেকেই আতঙ্কে ভবন থেকে লাফিয়ে বেরিয়েছেন।

সিএনআই/২৫

শেয়ার করুন