১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বড় ভূমিকম্পে প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ প্রকাশ

শেয়ার করুন

দেশে বড় ধরনের ভূমিকম্প হলে তা মোকাবিলায় সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ভূমিকম্প অনুভূত হচ্ছে। ছোট মাত্রার ভূমিকম্পে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিস প্রস্তুত থাকলেও বড় ধরনের ভূমিকম্পে পরিস্থিতি কী হবে, তা নিয়ে শঙ্কা রয়েছে। এজন্য তিনি সবার প্রতি সতর্ক থাকার আহ্বান জানান।

ভূমিকম্পের আগাম সতর্কতা ব্যবস্থার অভাব উল্লেখ করে তিনি বলেন, কিছু দেশে এমন অ্যাপ রয়েছে যা ভূমিকম্প হওয়ার প্রায় ১০ সেকেন্ড আগে সংকেত দেয়। বাংলাদেশেও এ ধরনের অ্যাপ চালুর বিষয়ে আলোচনা চলছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বিল্ডিং কোড কঠোরভাবে মেনে ভবন তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, খোলা জায়গাও কমে গেছে—এ অবস্থায় ভবিষ্যতে বড় ক্ষতির ঝুঁকি বাড়ছে। এসব বিষয়ে রাজউককে আরও সচেতন হতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং নির্বাচন সামনে হলেও কোনো ধরনের অস্থিরতার শঙ্কা নেই।

এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের আগে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র জমা দিতে বলা হয়েছে। ২০০৯ সালের পর প্রদান করা অস্ত্রের লাইসেন্স নবায়ন না করার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

সিএনআই/২৫

শেয়ার করুন