১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মানুষ দায়িত্ব চায়, ক্ষমতার প্রদর্শন নয়: দায়রা জজ

শেয়ার করুন

ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ বলেছেন, জনগণ পুলিশের ক্ষমতার প্রদর্শন দেখতে চায় না—তারা দেখতে চায় দায়িত্ব পালন, আন্তরিকতা ও মানবিক ব্যবহার। মানুষ পুলিশকে প্রশংসা করতে প্রস্তুত, শুধু প্রয়োজন সৌহার্দ্যপূর্ণ আচরণ ও হাসিমুখে দায়িত্ব পালন।

শনিবার (২২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দায়রা জজ আরও বলেন, অনেক গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার তদন্ত ও বিচার দ্রুতগতিতে সম্পন্ন হচ্ছে, কিন্তু এসব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। অপরাধী যেই হোক, তার ন্যায্য বিচার নিশ্চিত করতে হবে এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন।

কনফারেন্সে সভাপতিত্ব করেন সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, ডিএমপি প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান প্রমুখ।

এ ছাড়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম ফৌজদারী কার্যবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাম্প্রতিক সংশোধনী নিয়ে বিশেষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সিএনআই/২৫

শেয়ার করুন