১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

শেয়ার করুন

 

 

দিনাজপুরে মিনিবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টায় নশিপুরে ধান গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- মাজিয়া বেগম (১৫), মর্জিনা খাতুন (৫৫) ও এক শিশু। আহতরা হলেন- সারজিনা বেগম (৩১) ও অটোচালক রুবেল (৩২)।

রেজাউল করিম জানান, দিনাজপুর চিনিরবন্দ উপজেলার আমরা গ্রামের একই পরিবারের পাঁচজন মিলে কান্তজির মেলা দেখতে যাচ্ছিল। এ সময় মিনিবাস ও ইজিবাইকের সংঘর্ষ হয়।

শেয়ার করুন