১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সালাহউদ্দিন: হাসিনার মৃত্যুদণ্ড বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ

শেয়ার করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, “দেশবাসী দেখুক, ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা যেন মনে রাখে—এই দেশে **স্বৈরাচার বা ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। যারা গণতন্ত্র হত্যা করবে, তাদের এ রকম পরিণতি হবে।”

শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের শিরোনাম ছিল ‘স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরী’

সমাবেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম অংশগ্রহণ করেন এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সিএনআই/২৫

শেয়ার করুন