
সাভারের জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছও রোপণ করেন।
শনিবার (২২ নভেম্বর) সকালে ভুটানের প্রধানমন্ত্রী দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে বিমানবন্দরে স্বাগত জানান। সংক্ষিপ্ত বৈঠকে প্রধানমন্ত্রী তোবগে বাংলাদেশের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বৈঠকের পর তাকে তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়। আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।
আজ দুপুরে বাংলাদেশের পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিকেল ৩টায় প্রধান উপদেষ্টার দপ্তরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক এবং সন্ধ্যায় তার সম্মানে নৈশভোজ আয়োজন করা হবে।
সফরের মাধ্যমে ভুটান ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে এবং দুদেশের মধ্যে নতুন অংশীদারত্ব ও সহযোগিতার সম্ভাবনা উন্মোচিত হবে।
সিএনআই/২৫