১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সোনাইমুড়ীতে ফুটপাত দখল মুক্ত অভিযান,ব্যবসায়ীদের জরিমানা

শেয়ার করুন

 

ইয়াছিন আরাফাত (জেলা প্রতিনিধি)
নোয়াখালীর সোনাইমুড়ীতে ফুটপাত দখল করে প্রতিবন্ধকতা তৈরি করায় ৪ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অর্ধশতাধিক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

গত কাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার।

উপজেলার ইসলামগঞ্জ বাজারে ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী, জ্বালানি কাঠ ও অন্যান্য পণ্য রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অর্ধশতাধিক ব্যবসায়ীকে সতর্ক করা হয়েছে।

ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ইসলামগঞ্জ বাজারের অভিযান করে ফুটপাতে প্রায় শতাধিক স্থাপনা উচ্ছেদ করেন। এ অভিযান করায় জনমনে স্বস্তি ফিরে আসে বলে স্থানীয়রা জানান।

শেয়ার করুন