১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তান বললো: হাসিনার মৃত্যুদণ্ড বাংলাদেশের বিষয়

শেয়ার করুন

জুলাই গণ-অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ইস্যুতে পাকিস্তান মন্তব্য করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি শুক্রবার (২১ নভেম্বর) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, এই রায় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে এই বিষয় সমাধান করতে সক্ষম।

এর আগে, জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের রায়ে উল্লেখ করা হয়, গত বছরের ছাত্র আন্দোলন দমন করতে তিনি প্রাণঘাতী হামলার নির্দেশ দিয়েছিলেন। সেই আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হন।

রায়ের পর বাংলাদেশ সরকার ভারতের কাছে জানিয়েছে, শেখ হাসিনাকে ফেরত না পাঠানো অববন্ধুসুলভ আচরণ হবে এবং বিচারপ্রক্রিয়ার প্রতি অবমাননা হিসেবে গণ্য হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের বাধ্যবাধকতা রয়েছে তাকে ফিরিয়ে আনার। তবে ভারত এখনও ফেরত পাঠাতে রাজি হয়নি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সবসময় বাংলাদেশের জনগণের শান্তি, গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বার্থে কাজ করবে।

সিএনআই/২৫

শেয়ার করুন